পূর্বের তুলনায় বর্তমানে ফোন ল্যাপটপ চার্জিংয়ের সময় কমে এসেছে অনেকটাই। তবে যত দিন যাচ্ছে আমাদের এসব ডিভাইস ব্যাহার করার দরকারও তত বেশি হয়ে পড়ছে। যারে ফলে এসব ডিভাইসের চার্জও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার ফলে বার বার চার্জ দিতে হয়, যা অনেক সময়ই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। তবে কিছু কৌশল অবলম্বন করে ফোন ল্যাপটপকে আরও দ্রুত চার্জ করে নিতে পারেন। আজ চলুন জেনে নেই সেই সব কৌশল সম্পর্কে।

ফোন দ্রুত চার্জ করার কৌশল:

চার্জে দেওয়ার সময় ফোনের সময় ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনও কল বা মেসেজ আসলেও একটু অপেক্ষা করুন। ফোন যদি ফাইট মোডে রেখে চার্জ দিতে পারেন তাহলে চার্জ আরও দ্রুত হবে।

ল্যাপটপ দ্রুত চার্জ করার কৌশল:

ল্যাপটপ দ্রুত চার্জ করতে চাইলে এটি বন্ধ করে বা স্লিপ মোডে রেখে চার্জ দেবেন। চার্জ দেওয়া সময় ল্যাপটপ ব্যবহার করবেন না। তাহলে চার্জ হতে আরও সময় লাগবে। ওয়াই ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে চার্জে বসান।

জেপি/নি-৪/প