১ মাস আগেই শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এরপর তারা খেলতে আসে ভারতে। এই সিরিজে তাই বলা চলে তাদের তেমন কোনো আশাই ছিল না। তবে এমনভাবে যে ঘুরে দাঁড়াবে কিউইরা তা কারোই বা জানা ছিল। ভাতের ঘরের মাঠে এসে পরাশক্তি ভারতে হোয়াইটওয়াশ করে নতুন এক ইতিহাস সৃষ্টি করল তারা।

মুম্বাই টেস্টে স্বাগতিক ভারতকে ২৫ রানে হারিয়েছে কিউইরা। ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে নিউজিল্যান্ড। এর আগে সর্বশেষ ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ২৪ বছর পর সেই কৃত্ত আবার গড়লো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের এই জয়ের পেছনে অসাধারণ ভূমিকা পালন করেছে কিউই স্পিনার আজাজ প্যাটেল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ছয়টি উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধ্বংস করেন তিনি।

শেষ ইনিংস  ১৪৬ রানের টার্গেটে তাড়া করতে নেমে দ্রুত আউট হয়ে যায়। রোহিত, গিল, কোহলি কেওই বেশি সময় ক্রিজে থাকতে পারেনি। যার ফলে মাত্র ২৯ রানে ভেঙে পড়ে ভারতীয় ইনিংস।

তবে ম্যাচে আশা দেখান ভারতের ঋষভ পান্ত তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। তিনি দ্বিতীয় ইনিংসে করেন জোড়া ফিফটি করেন। কিন্তু আজাজ প্যাটেলের সফল রিভিউর মাধ্যমে পন্ত আউট হলে ভারতের জয়ের আশাও শেস হয়ে যায়।

শেষের দিকে ওয়াশিংটন সুন্দর ও অশ্বিন থাকেও তারা টিকতে পারেনি। অবশেষে ভারতের মাটিতেই ভারতকে হোয়াইটওয়াশ করে কিউইরা। নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক জয়ে তাদের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাত্রা যোগ করলো। অন্যদিকে ভারতের জন্য ঠিক ততটাই লজ্জার।

জেপি/নি-৩/প