লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২ শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৫৮ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেক শহরের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

অন্যদিকে, লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহও।

জেপি/নি-২৯/এমএইচ