ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এই খেতাব এবার উঠছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই পুরস্কার উঠলো ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজের হাতে।

ম্যান সিটির হয়ে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। নিজের জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও ছুঁয়েছেন তিনি।অন্যদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমতি। 

এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্যালন ডি’অর ২০২৪ :

বর্ষসেরা পুরুষ ফুটবলার : রদ্রি হার্নান্দেজ।

বর্ষসেরা নারী ফুটবলার : আইতানা বোনমাতি।

বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।

বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা।

বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।

বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস।

সক্রেটিস অ্যাওয়ার্ড : হেনিফার এরমোসো।

জেপি/নি-২৯/প