সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় নিয়ে ফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ৫-১ গোল দিয়েছিল বাংলাদেশে। দ্বিতীয়ার্ধে আর দুটি গোলে দিয়ে ৭-১ ব্যবধানে ম্যাচে জয় পায় বাংলাদেশ।  বাংলাদেশ ‘সেভেনআপ’ গোলের  মধ্যে তহুরা করেছেন হ্যাটট্রিক। বাংলাদেশের এই অসাধারণ জয়ে  দ্বিতীয় বারের মতো ফাইনালে প্রবেশ করেছে সাবিনারা।

ম্যাচ শুরু ৮ মিনিটে মাথায় গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় মারিয়া সাবিনারা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধেই নিজের  দ্বিতীয় গোল করেন তহুরা। পরে দুটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। অবশ্য ৪১ মিনিটে ভুটান একটি গোল করে সেই গোল ব্যবধান কমায় । ৫-১ গোলের বিশাল লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ-ভুটান।

বিরতি থেকে ফিরে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়া কর্নার কিক থেকে হেড দিয়ে বল জালে জড়ান মাসুরা পরভীন। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাছ ছাড়ে বাংলাদেশ। এতে করেই ফাইনালে পা রাখে লাল সবুজের প্রতিনিধিরা।

আজ বিকেলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের সঙ্গে আগামী ৩০ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ।

জেপি/নি-২৭/প