ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা সফলভাবে প্রতিহত করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েল।

শনিবার (২৬ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানে হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, 'ইসরায়েলের ওপর ইরানের হামলার প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তিনি বলেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েলও 'প্রতিক্রিয়া জানাতে বাধ্য' হবে।

এর আগে, স্থানীয় সময় ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। একটি ফুটেজে দেখা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী 'তেহরান প্রদেশের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে'। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

ইরানের রাজধানী তেহরান ও এর আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তেহরানে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে সেগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইসরায়েলের হামলার বিষয়ে ইরানি কর্মকর্তা দাবি করেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে এর মধ্যে বেশিরভাগই ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয়।'

ইসরায়েলের এ হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানায়নি ইরান।

ইসরায়েলি সামরিক হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরায়েলও স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া, নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছেন ইরাকও।

জেপি/নি-২৬/এমএইচ