গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এমনকি  ভারত ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন বলেও গুজব ছড়িয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনার অবস্থান জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট।

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, কড়া নিরাপত্তার মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হাউজে দুই মাসের বেশি সময় পার করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছে। প্রতিবেদন বলা হয়েছে মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাংলা শেখ হাসিনার জন্য বরাদ্দ করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, যথাযথ প্রোটকল নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করেন । তার রয়েছে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি সুরক্ষা পাচ্ছেন। দুই মাসেরও বেশি সময় ধরে তিনি এই এলাকা থেকে বসবাস করছেন।

একটি সূত্রের বরাতের দ্য প্রিন্ট বলছে, গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে আসার পর হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা।এরপর দুই দিনের মধ্যে সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যান ।

আরেকটি সূত্র বলছে শেখ হাসিনা ওই বিমান ঘাঁটিতে বেশিক্ষণ ছিলেন না। সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় কয়েক দিনের মধ্যেই তাকে নিরাপদ স্থানীয় সরিয়ে নেওয়া হয়েছিল। তারপর তাকে দিল্লির লুটিয়েনস এলাকায় একটি নিরাপদ সুরক্ষিত এলাকায় রাখা হয়।

জেপি/নি-২৫/প