প্রবল শক্তি নিয়ে ভারতের উড়িষ্যায় রাজ্যের আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘দানা’।

এ বিষয়ে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাত ১১ টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে।

জানা গেছে, উড়িষ্যার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান ভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টির সামনের অংশ।  ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রয়েছে ১২০ কিলোমিটার। আজ শুক্রবার ২৫ অক্টোবর সকাল পর্যন্ত এই ল্যান্ডফল ক্রিয়া চলবে।

ল্যান্ডফল ক্রিয়া শুরু হওয়ার পর ঝড়ের দাপট আরো বেড়েছে উড়িষ্যায়। তবে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কলকাতায় তেমন প্রভাব দেখা যায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। তবে উড়িষ্যায় ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কলকাতায় তেমন প্রভাব দেখা যায়নি কিন্তু মাঝে মাঝে শহর জুড়ে হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি। অবশ্য পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলে রাতভর ঝড়-বৃষ্টি চলেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে বিপুল জলোচ্ছ্বাস দেখা যাবে। সেই অনুযায়ী উপকূলের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা শুক্রবার পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

জেপি/নি-২৫/প