প্রথম ইনিংসে বাংলাদেশের ছিল ব্যাটিং ব্যর্থতা তবে দ্বিতীয় ইনিংসে কিছুটা  হলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতে করে লিডের দেখাও পেয়েছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্যে বেশি সময় আটকে রাখতে পারে বাংলাদেশ।  মাত্র ২২ ওভারেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ১০৬ রান। চতুর্থ দিনের প্রথম সেশনের আগেই ৭ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারীরা। এর আগে ২০১৪ সালে উপমহাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছিল দ.আফ্রিকা। এরপর ২০২৪ সালে এসে ১০ বছর পর বাংলাদেশকে হারিয়ে উপমহাদেশের মাটিতে জয় পেলে প্রোটিয়ারা।

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপদে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বলাই চলে প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। কিন্তু সেই ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি মিরাজ। মাত্র ৩ রান দুরে ছিলেন সেঞ্চুরি থেকে আর তখনই হয়ে যান আউট। মিরপুর টেস্টে চতুর্থ দিনে ১৯৭ বলে ৯৭ করে রাবাদার বলে আউট হন তিনি। মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৩০৭ রানের অলআউট হয় টাইগাররা। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল মাত্র ১০৬ রান।

শুরুতেই নতুন বল নেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। মিরাজ ও নাঈমের হাতে ছিল দলের আশা, তবে নাঈমও বেশি দূর যেতে পারেননি। রাবাদার ইনসুইং বলের সামনে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। রাবাদা এই ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ বড় লিড গড়তে না পারলেও লড়াকু ইনিংস খেলে ১০৬ রানের লক্ষ্য দাঁড় করায়।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে। ২০ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন এইডেন মার্করাম।

আরেক ওপেনার টনি ডি জজিওকে আউট করেন  আবার সেই তাইজুল ইসলাম। হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ডেভিড বেডিংহামকেও ফেরান তাইজুল।

এরপর আরও উইকেট পড়ে নি প্রোটিয়াদের ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৩০ রান এবং রিকেলটনের ১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসের প্রোটিয়াদের সব গুলো উইকেটই শিকার করেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম।

অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইন।

জেপি/নি-২৪/প