উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহার হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্নকে হারিয়ে প্রতিশোধ নিল বার্সা। জার্মান ক্লাব বায়ার্নকে  প্রায় ৯ বছর পর হারালো এই স্প্যানিশ ক্লাব বার্সা।

গতকাল বার্সাকে ১ মিনিটের মাথায় লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে ১৮ মিনিটে  হ্যারি কেইনের গোলে সমতায় ফিরে বার্য়ান। ৩৬ মিনিটে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। এরপর ৪৫ ও ৫৬ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। এতে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। আর কোনো গোল করতে পারেনি বায়ার্ন।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে এটি বার্সার দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে বার্সা। অন্যদিকে সমান ম্যাচে ২ হারে টেবিলের ২৩তম অবস্থানে আছে বায়ার্ন।

এর মধ্যে চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে লজ্জায় ফেলেছিল বায়ার্ন। লিসবনে ওই ম্যাচে কাতালানদের ৮-২ গোলে হারিয়েছিল  বুন্দেসলিগার ক্লাবটি।

জেপি/নি-২৪/প