ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলের ইলাত শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার।
এই হামলার পর ইসরায়েল বলেছে তারা দুটি ড্রোন হামলা ভূপাতিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ড্রোনগুলো পূর্ব দিক থেকে এসেছে। এর আগেও ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স থেকে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না করলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালবে। ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরায়েল থেকেও পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।
গত বছরের ৮ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতে কমপক্ষে ৪২ হাজার ৭১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ ২৮২ জন।
জেপি/নি-২৩/প