মিরপুরে চলমান প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচ টিকে থাকার লড়াই অব্যাহত রয়েছে বাংলাদেশের। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০১ রান। এখনো ১০১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে টেনে তুলেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।

এর আগে, প্রথম ইনিংসে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন তারা ৩৪ রানের লিড নিতেই ৬ উইকেট হারায়। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভারায়েনে ও পেস অলরাউন্ডার ওয়ান মূলদার ১১৯ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাহিরে নিয়ে যান। মূলদার ৫৪ রান করে ফিরলেও ভারায়েনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে থামেন। এছাড়া ডিন পিডিট ৩২ রান যোগ করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। প্রথম দিন প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নেন তাইজুল। ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পেসার হাসান নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসুরাবাদা ও মূলদার ৩টি করে উইকেট নেন। স্পিনার কেশব মহারাজ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে রাবাদা নিয়েছেন ২ উইকেট।

জপি/নি-২২/প