রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আপসারণের দাবিতে তার বাসভবন বঙ্গভবন ঘেরাও করার ঘোষণা দেওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেই সাথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর এপিসি ও জলকামান।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্টে মাজার মোড়ের কাছেম পুলিশের বাধা অতিক্রম করে তারা দিকে এগিয়ে যায়, তবে পুলিশ তাদের ভেতরে প্রবেশ বাধা দেয়। পরে তারা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, আমরা সতর্ক রয়েছি। কিছু বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছেন, তাদের বাধা দেওয়া হয়নি তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এর আগে, গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চান।
জেপি/নি-২২/প