কানপুর টেস্টে টস জিতে বোলিং করা সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষ করলেও দ্বিতীয় দিন থেকে হানা দেয় বৃষ্টি। এরপর দুই দিন খেলা বন্ধ থাকার পর আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়। চতুর্থ দিনে এক প্রান্তে মুশফিক, লিটন ও সাকিবরা উইকেট বিলিয়ে দিলেও অপর প্রান্তে ঠিকই উইকেট আগলে রেখেছেন মুমিনুন হক। শেষ পর্যন্ত অসাধারণ এক সেঞ্চুরি পেয়ে যান তিনি।  টেস্ট ক্যারিয়ারের বাঁহাতি ব্যাটারের ১৩তম শতক এটি।

মুমিনুলের শতকের সঙ্গে বাংলাদেশও পূর্ণ করে ২০০ রানের কোটা। চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২০৫। এ সময় মুমিনুল ১০২ ও মেহেদী হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন।

এর আগে দুইদিন পর শুরু হয় কানপুর টেস্ট। চতুর্থ দিনে ব্যাট করতে নামে প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল। ব্যক্তিগত ১১ রানে জসপ্রিত বুমরার বলে বোল্ড হন মুশফিক। এরপর লিটনকে নিয়ে জুটি বাঁধেন মুমিনুল। মনে হচ্ছিল ইনিংসটি বড় হবে। কিন্তু ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে গেলেন লিটন। লিটন ফেরার পর মুমিনুলের সঙ্গ দিতে মাঠে নামেন সাকিব আল হাসান। কিন্তু অশ্বিনের বলে ৯ রান করে ফিরতে হয়েছে তাকেও।

জেপি/নি-৩০/প