দেশ বিদেশে এস আলম গ্রুপ ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তি দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের  প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুকুনুজ্জামান।

এর আগে, এস আলম গ্রুপ কোম্পানি শোয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবার সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রি ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৭ সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।

রিটের শুনানিতে ২২ সেপ্টেম্বর দুদকের আইনজীবী আদালতকে জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের যেসব বিষয় এসেছে তা নিয়ে দুদক অনুসন্ধান শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত শুনানি

 

মুলতবি করে এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগে ওপর অনুসন্ধান সংক্রান্ত  তথ্য দুদকের আইনজীবীকে আজ রোববার আদালতে অবহিত করতে  বলেন। এর ধারাবাহিকতায় আজ আদালত রুলসহ আদেশ দেন।

জেপি/নি-২৯/প