বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে বাংলাদেশ ভারত মধ্যকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচ চলাকালীন সময়ে ঘটে গেছে এক দুর্ঘটনা। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত 'টাইগার রবি' কে গ্যালারিতে মারধর করেছে ভারতের ভক্তরা। কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের সমর্থকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে টাইগার রবিকে ।
কানপুরে বাংলাদেশ-ভারত টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি।কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরে হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতে শিকার হয়েছেন।
এক পর্যায় মাঠের বাইরে অজ্ঞান হয়ে পড়েন টাইগার রবি। পরে তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের একাধিক সদস্য তার পাশে দেখা গেছে।
কিছুদিন আগে ভারতীয়দের হামলার আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দেন রবি। এরপর আজ খেলা শুরুর পর থেকেই তিনি সতর্ক ছিলেন। স্টেডিয়ামের এক করায় দাঁড়িয়ে খেলা দেখেন রবি। নিরাপত্তার কারণে দর্শকদের জন্য সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল।
রবি বলেন একজন পুলিশ আমাকে ওই ব্লকে দাঁড়াতে নিষেধ করেছেন। শুধুমাত্র ভয় পেয়ে আমি সেখানে ছিলাম। সকাল থেকেই তারা গালাগালি করছিল।
যদিও ভারতের পুলিশ দাবি করেছে রবিকে কেউ মারধর করেননি শরীরে পানি শূন্যতার কারণে তিনি অজ্ঞান হয়েছেন।
জেপি/নি-২৭/প