বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট লাঞ্চ বিরতির সময় আরেক দফায় বৃষ্টি নেমেছির কানপুরে। যার কারণে দ্বিতীয় সেশনের খেলা  শুরু হতে খানিকটা দেরি হয়েছিল। এবার আলো স্বল্পতার কারণে বাংলাদেশ-ভারত মধ্যকার টেস্টে আপাতত বন্ধ রাখা হয়েছে।

খেলা বন্ধের আগ পর্যন্ত ৩৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। বর্তমানে মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ৬ রান করে উইকেটে আছেন।

দিনের শুরুতেই জাকির হাসান এবং শাদমান ইসলামের দ্রুত বিদায়ের পর, মুমিনুল ও শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে শান্তও বিদায় নেন ২৮ রান করে, যার ফলে চাপ আরও বাড়ে। এরপর মুশফিকুর রহিম ক্রিজে আসেন এবং মুমিনুলসহ ইনিংস পুনরুদ্ধারের কাজ শুরু করেন। দুজনই সাবধানে ব্যাট করে দলকে ১০৭ রানে নিয়ে যান, যখন খেলা বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৫ ওভার শেষে সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৭ রান। আগামী সেশনে বৃষ্টি না হলে খেলা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে বৃষ্টি এবং আলোকস্বল্পতা কতক্ষণ পর্যন্ত চলবে তা এখনো পরিষ্কার নয়, অতিরিক্ত বৃষ্টি হলে খেলা নাও হতে পারে আজ।

জেপি/নি-২৭/প