ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় বলা যায় নেটফ্লিক্সকে। গোটা বিশ্বের কোটি কোটি মানুষ এটি ব্যবহার করে পছন্দের কন্টেন দেখেন। তবে অনেকেই এবার থেকে নিজের  স্মার্টফোনে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবে না।

মূলত কিছু ডিভাইসে আর এই ওটিটি অ্যাপটি সাপোর্ট করবে না। নাইন টু ফাইভ ম্যাক এর প্রতিবেদন অনুযায়ী ‘নেটফ্লিক্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আইওএস ১৬ ও আইপ্যাডওএস ১৬ অপারেটিং চালিত ডিভাইসে আর তাদের অ্যাপ চলবে না।’

আই ফোন ব্যাহারকারীরা তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম আইওএস ১৭ ভার্সনে আপগ্রেড না করলে তারা আর নেটফ্লিক্স দেখতে পারবে না। এই শর্ত আইপ্যাড ব্যবহারকারীদের জন্যও প্রযোজ্য।

জেপি/নি-২৬/প


জেপি নিউজে জনপ্রিয়