দুর্গাপূজা উপলক্ষ্যে আজ থেকে ভারতে যাচ্ছে ইলিশের প্রথম চালান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের বেনাপোল ও পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে পৌঁছাবে ইলিশ।
প্রথম চালানে ২টি ট্রাকে করে মোট ৮ টন ইলিশ ভারতে যাচ্ছে। কাল শুক্রবার থেকেই এই মাছ দেশটির খুচরা বাজারে পাওয়া যাবে।
বাংলাদেশের রফতানিকারকরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। এর আগে, বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
ভারতের অনুরোধ ও ৪৯টি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ১০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় এক হাজার ১৮০ টাকা। এদিকে রাজধানীতে এক কেজি ওজনের প্রতি পিস ইলিশের কেজির দাম পড়ছে ১৬০০ থেকে ১৯০০ টাকা।
জেপি/নি-২৬/এমএইচ