লা লিগায় ৫ ম্যাচ টানা নিজেদের জয় ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। রোমাঞ্চকর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৭। অন্যদিকে ৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৮।
গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে ১ মিনিটের মাথায়ই ম্যাচে লিড পায় রিয়াল। ফেডরিকো ভালভার্দে পাস দেন ভিনিকে। বা পাশ বল নিয়ে ঢুকে যান ডিফেন্ডার লুকাস ভ্যাসকুয়েজ। ভিনির বল পেয়ে কাছ থেকে শট করে আলাভেসের জালে বল পাঠান তিনি।
এরপরে ২২ মিনিটে গোল করেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। তবে সেই গোল না পাওয়ার আক্ষেপ বেশি সময় পুশে রাখতে হয়নি এমবাপ্পেকে। ম্যাচের ৪০ মিনিটে এস সফল হয় তিনি। জুড বেলিং হ্যামের পাসে দারুণ এক গোল করেন তিনি। এতে করে ২-০ গোলে ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ২-০ গোলে রিড নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৩ মিনিটের মাথায় অর্থাৎ ৪৮ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর বড় জয়ের আশাই করেছিলেন রিয়াল কোচ। কিন্তু শেষের দিকে এসে যে বড় চমক দেখাবে আলাভেস তা হয়ত কোউ চিন্তা করেনি।
ম্যাচের শেষ দিকে ৮৫ ও ৮৬ মিনিটে পরপর ২টি গোল হজম করে বসে রিয়াল। আলাভেসের হয়ে গোল করেন কার্লোস ব্যানাভিডেস ও এনরিক গার্সিয়া। এতে করে ব্যবধান দাঁড়ায় ৩-২।
পরপর ২টি গোল হজম করে অস্বস্তিতে পড়ে যায় রিয়াল। এক পর্যায়ে মনে হচ্ছিল যেন ম্যাচের ফলাফলই অন্যরকম হবে কিন্তু তা আর হলো না ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
জেপি/নি-২৫/প