আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজে প্রথমটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার। ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত। ভারতের বিপক্ষে রানের মাপকাঠিকে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাও পেয়েছে। টাইগাররা। এবার কানপুরে বাংলাদেশের সামনে সেই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হবে। এই ম্যাচে পিচ কেমন হবে সেই প্রশ্নই ঘুরছে সবার মনে।

শোনা যাচ্ছে গ্রিন পার্কের এই পিচটি হয়ত র‌্যাঙ্ক টার্নার হবে না। চেন্নাইয়ের লাল মাটির বদলে এখানে কালো মাটি থাকবে। বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারি করবে না।

এটা প্রত্যাশিত যে গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের তুলনায় আলাদা হবে এবং টেস্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাউন্সও কমবে। চেন্নাইয়ের লাল মাটির পিচে নিয়মিত বাউন্স ছিল এবং সেজন্য উভয় দলই তিনজন ফাস্ট বোলার এবং দুইজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল।

পিচে তেমন টার্ন না থাকলেও স্পিনারদের জন্য যথেষ্ট বাউন্স ছিল। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও এর নজির স্থাপন করেন এবং দুজনেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নয় উইকেট শিকার করেন।

এই পিচে বোলারদের লড়াই করতে হতে পারে কিন্তু পিচ যদি বোলারদের খুব বেশি সাহায্য না করে, তাহলে এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের বড় স্কোর করতে খুব একটা অসুবিধা হবে না। তার মানে কানপুর পিচ বোলারদের জন্য খুব একটা সুবিধা করবে না তবে ব্যাটসম্যানদের জন্য ভালো হতে পারে। আসতে পারে বড় রান।

জেপি/নি-২৪/প