চ্যাম্পিয়ন্স লিগের সব চেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের শুরুটাও করেছে দুর্দান্তভাবে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে লস ব্লাস্কোসরা।
ম্যাচের প্রথম থেকেই ছিল উত্তেজনা। স্টুটগার্ট প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে তবে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে স্কোর শূন্য রাখেন। অন্যদিকে রিয়াল ফোরোয়ার্ডদেরও প্রথমার্ধে আটকে রাখেন স্টুটগার্টের গোলরক্ষক। যার ফলে শূন্য গোলেই বিরতিতে যেতে হয় দুই দলকে।
তবে দ্বিতীয়ার্ধ শুরুর ২০ সেকেন্ডের মাথায় রিয়ালকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গোলে খেয়ে দমে যায়নি স্টুটগার্ট। ৬৮ মিনিটে গোলে করে দলকে সমতায় ফেরান দেনিজ উন্ডাভ।
ম্যাচে যে ভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাবে। কিন্তু কাম ব্যাকের আরেক নাম যে রিয়াল মাদ্রিদ তা তো সবারই জানা। ৮৩ মিনিটে আন্তোনিও রুডিগারের হেডে নিজেদের লিড ফের উদ্ধার করে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে এগিয়ে যায় লস ব্লাস্কোসরা।
আর অতিরিক্ত সময়ে গোল করে বসেন ব্রাজিলিয়ান তরুণে এনড্রিক। এই গোলই তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের ১৬ তম ইউরোপীয় শিরোপার লক্ষ্য শক্তিশালী সূচনা করল।
জেপি/নি-১৮/প