কিছুদিন আগেই শেষ হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের সিরিজ। সেই সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর ফলে আসন্ন ভারত সিরিজে বাড়তি আত্মবিশ্বাস থাকবে বাংলাদেশের। তবে ভারতীয় সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক মনে করছেন বাংলাদেশকে সহজেই হারাতে পারবে স্বাগতিক ভারত।
ক্রিকবাজের এক প্রতিবেদনে কার্তিক বলেছেন, ভারতের মাটিতে ভারতকেই হারানো বাংলাদেশের জন্য বিরাট কঠিন চ্যালেঞ্জ। এমনকি লাল বলে ভারতকে হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। বাংলাদেশ পাকিস্তানের ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।
তিনি আরও বলেন, আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেট খেলবে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটি করতে পারে। এছাড়া আমার মনে হয় তারা দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিন পাশাপাশি তিন ফাস্ট বোলার রাখতে পারে।
প্রসঙ্গত প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। এই দুটি ম্যাচই আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ।
জেপি/নি-১৩/প