ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানসহ সারাদেশের এর তাণ্ডবে প্রাণ হারিয়েছে অন্তত ১৯৭ জন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

জানা গেছে, ১২৮ জনের মতো এখনো নিখোঁজ রয়েছেন। আড়াই লাখ হেক্টরের বেশি ফসলি জমি নষ্ট হয়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়কে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে দেশে কর্তৃপক্ষ।

গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে শক্তিশালী সুপার টাইফুন। এরপর বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ি ওপর পাহাড় ধসে পড়ায় একই পরিবারের চার জন সদস্য নিহত হন।

এর আগে টাইফুন ইয়াগি আঘাত হানে চীনের হাইনানে। সেখানেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে।

জেপি/নি-১২/প