বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার (১১ আগস্ট) বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
২০০৬ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এরপরে লম্বা সময় বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্ব পালন করেছেন। লম্বা সময় ধরে বোর্ড পরিচালকের পদে ছিলেন।
সুজনের বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। তিনি বিসিবির পরিচালক পদে যেমন ছিলেন তেমনি দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আবার কোচিং করিয়েছেন বিপিএলও।
গত মাসের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিসিবিতেও বেশ পরিবর্তন এসেছে। সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ।
জেপি/নি-১১/প