অবরুদ্ধ গাজার বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ভোর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গাজা দক্ষিণ অঞ্চলে এলাকা 'সেফ জোন' বলে ঘোষিত বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরা।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ২০টি তাঁবুতে হামলা চালানো হয়।
খান ইউনিস এবং রাফাতে স্থলে আক্রমণ সময় উপকূলীয় এই অঞ্চলটিকে 'সেফ জোন' বা নিরাপদ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই আল-মাওয়াসির এই তাঁবুর শিবিরে হামলা সৃষ্ট ৩০ ফুট পর্যন্ত গভীর গর্ত পেয়েছেন তারা। হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স উদ্ধারকারীদের লাশ উত্তোলন করতে সমস্যা হচ্ছে।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার কররে খান ইউনিসের 'সেফ জোনে’ ভেতরে একটি কমান্ডার এবং হামাস যোদ্ধাদের আঘাত করেছে তারা।
জেপি/নি-১০/প