সাভারের আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা তাদের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছেন। তবে কোথারও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত আশুলিয়া, জিরাবোসহ বেশ কিছু এলাকায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি কবর পাওয়া গেছে।
জানা গেছে, হা-মীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকায়র নিউ এসজ নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সসহ ৭৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকদের থেকে জানা যায়, তারা টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার সামনে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ তা মেনে না নিয়ে তালবাহানা করায় সাধারণ শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বেলা ১১ টা পর্যন্ত অন্তত ৭৯টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও কোনো কোথারও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
জেপি/নি-৯/প