ভিয়েতনামের উত্তর অঞ্চলে আঘাত এনেছে এশিয়ার চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন 'ইয়াগি'। চীনের হাইন দ্বীপ ও ফিলিপাইনের মধ্য দিয়ে বয়ে চলার চলার পর এটি ভিয়েতনামের স্থলভাগে আছে পরে। এতে করে ভূমিধসের সৃষ্টি হয় এবং চারজনের মৃত্যু হয়। এ নিয়ে তিন দেশ মিলিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
ভিয়েতনামের উত্তর অঞ্চলে আঘাত এনেছে এশিয়ার চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুল 'ইয়াগি'। চীনের হাইন দ্বীপ ও ফিলিপাইনের মধ্য দিয়ে বয়ে চলার চলার পর এটি ভিয়েতনামের স্থলভাগে আছে পরে। এতে করে ভূমিধসের সৃষ্টি হয় এবং চারজনের মৃত্যু হয়। এ নিয়ে তিন দেশ মিলিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
ইয়াগি ভিয়েতনামের কাছে সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পৌঁছে যায়। এসটির উপকূলীয় অঞ্চল হাইফংয়ে স্থানীয় সময় দুপুর এটি আঘাত আনে হানে। এতে ৭৮ জন আহত সহ অনেকেই নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিবিসি জানায়, শনিবার উত্তর কোয়াং নিন প্রদেশে ৩ জন মারা গেছে।স এছাড়া হ্যানয়ের কাছে ডুওয়েং আরেকজন মারা গেছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে ঝড়টি হাইফং ও কোয়াং নিন প্রদেশে ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেড়ে আঘাত হানে। প্রবল বাতাসে ভবন ও যানবাহন ক্ষতি হয়েছে। রাজধানী হ্যানয়ে বিদ্যুৎ বিঘ্ন ঘটেছে।
এর আগে, শুক্রবার ফিলিপাইন ও চীনের হাইনান দ্বীপে আঘাত হানে এ ঝড়। ইয়াগি চীনের হাইনান দ্বীপে ২৩৪ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। শক্তি কিছুটা ক্ষয় হয়ে এরপর আঘাত হানে ফিলিপাইনে। সর্বশেষ ভিয়েতনামে আঘাত হানলো। চীনের হাইনানে ইয়াগির আঘাতে দুজন এবং ফিলিপাইনে ১৬ জন নিহত হয়।
জেপি/নি-৮/প