ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে নিহত হয়েছেন অন্তত ২৭ ফিলিস্তিনি।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) গাজা উপত্যকাজুড়ে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজার সব এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটিতে বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন। উপত্যকার বৃহত্তম এবং ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী এবং দুজন শিশু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিস, রাফা, জেইতুনের বাসিন্দাও রয়েছেন।

জাতিসংঘের তিন অঙ্গসংগঠন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরোয়ার উদ্যোগে গত ১ সেপ্টেম্বর থেকে গাজা উপত্যকার শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম চলছে। টিকাদান কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ৯ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েলি বাহিনী এবং হামাস।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

জেপি/নি-৭/এমএইচ