গেল আগস্ট মাসের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘শহীদি মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সারাদেশে  শুরু হয়েছে এই কর্মসূচি।

এ দিন বিকেল ৩টা আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ জড়ো হতো থাকে শিক্ষার্থীরা। পরে  বিকেল সাড়ে ৩টা থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা।

পদযাত্রা উপস্থিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা কলেজসহ  আশেপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি এতে যোগ দেন সাধারণ মানুষরাও।

এর আগে, গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঢাবির টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

তখন জানা গিয়েছিল, এ কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে মার্চ নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। পরে বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হবে।

জেপি/নি-৫/প