আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ নাইজেরিয়া। দেশটির উত্তর পূর্ব ইউবে অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

জানা গেছে জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত। খবর এএফপির।

ওই অঞ্চলের পুলিশের মুখপাত্র অবদুল করিম দাঙ্গুস জানিয়েছেন, রাইফেল, আরপিজিসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শো বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে রোববার এ হামলা হয়।

স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলা অন্তত ৮১ জন নিহত হয়েছেন।

জেপি/নি-৪/প