বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির পাঁচ মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে খালাস দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা মানহানির (মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিনসহ) এ ৫ মামলায় খালাস পান খালেদা জিয়া।

আজ মামলা গুলো শুনানির দিন ছিল। তবে মামলার বাদীরা আদালতে হাজির হননি। কয়েকটি মামলার বাদী এ বি সিদ্দিক মারা গেছেন। এ অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে আদালত তাকে মামলা গুলো থেকে খালাসের আদেশ দেন।

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধ অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দুটি মামলার সহ আরো কয়েকটি মানের মামলা রয়েছে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে।

চিহ্নিত যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকার ঘটানোর অভিযোগে এ বি সিদ্দিক ২০১৬ সালের ৩ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জেপি/নি-৩/প