পাকিস্তানের তিন ব্যাটার শান মাসু, বাবর আজম ও সউদ শাকিল বাংলাদেশি পেসার নাহিদ রানার কাছে যেন অসহায় আত্মসমর্পণ করলেন। এই তিন ব্যাটারকে হারিয়ে দ্বিতীয় টেস্টের ৪র্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পরেছে স্বাগতিকরা। ৮১ রানের তারা হারিয়েছে ৬ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৮ ওভারে ১১৩ রান এবং ৬ উইকেট।
সর্বশেষ আউট হন শাকিল। মাত্র ২ রান করে ফিরেছেন তিনি। শাকিলসহ বাবার আজম ও মাসুদকেও আউট করেন রানা।
দ্বিতীয় টেস্টের ৪র্থ দিনে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিক পাকিস্তান। তখন তাদের লিড ছিল ১২ রানের। বাংলাদেশের হয়ে আজের দিনের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। তিনি আউট করেন সাইম আইয়ুবকে। সাইম ২০ করে সাজঘরে ফেরেন।
এদিকে দল চাপে পড়লে দেখে শুনেই খেলছিলেন মাসুদ। তবে বেশি বড় ইনিংস খেলতে পারেননি তিনি। শট লেন্থের বল দিয়ে মাসুদকে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানিয়েছেন রানা। ২৮ রানে ফেরেন মাসুদ। এরপর বাবরকেও তুলে নেন রানা প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবার। ১১ রান করে বাবরকে ফেরান রানা।
গতকাল লিটন দাসের অনবদ্য সেঞ্চুরির পর প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান।
জেপি/নি-২/প