পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছে না টাইগার ব্যাটারার। বর্তমানে ৩৬ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছে বাংলাদেশ।
বিনা উইকেটে ১০ রান নিয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথমে আউট হন ওপেনার জাকির হাসান। তিনি করেন মাত্র ১ রান।
জাকির আউট হওয়ার ১ ওভার পরেই আউট হন ওপেনার সাদমান ইসলাম। আউপ হওয়ার আগে তিনি করেছেন ১০ রান। এরপর মাঠে নিজের উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৪ করে সাজঘরে ফেরেন অধিনায়ক।
পরে ওভারে সাজ ঘরে ফেরেন মমিনুল হক। ২ বলে ১ রান করে ফেরেন তিনি। এতে করে ২০ রান করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
ভেঙে পড়া দলকে টেনে ধরতে পরেনি মুশফিকুর রহিমও। ৯ বল খেলে মাত্র ৩ রান করে ফিরতে হয়েছে তাকে। মীর হামজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
মুশফিকুরকে হারানোর পর সাকিবকেও হারায় বাংলাদেশ। শেহজাদের বলে এলবিডব্লিউ হন তিনি। ১০ বলে তিনি করেছিলেন মাত্র ২ রান। এতে করে ২৬ রানের মধ্যেই ৬ উইকেটে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশ সংগ্রহ ৩৬ রানে ৬ উইকেট হারিয়ে। মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।
এর আগে, পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে আল আউট করেছিল বাংলাদেশ।
জেপি/নি-১/প