ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার  ৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান সহিংসতায় এখন  পর্যন্ত  ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি  নিহত হয়েছে।

প্রতিবেদলে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি  নিহত হয়েছেন। এত করে গত বছরের অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার  ৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি  নিহত ও ২০৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আটকা আছে। উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে যেতে পারছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের শুরু হয়। এরপর থেকেই লাগাতার ইসরায়েলি হামলায় স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

জেপি/নি-১/প