পুরো ম্যাচ জুড়েই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ফিনিশিংয়ে এ ছিল তারা ছন্নছাড়া। লা লিগার চলতি মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল রিয়াল। তৃতীয় ম্যাচের ফের পয়েন্ট হারালো অল হোয়াইটসরা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে লাস পালমাস।
গতকাল ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে রিয়াল। মাত্র ৫ মিনিটের মাথায় রিয়ালের দর্শনকে স্তব্ধ করে রিয়ালের জালে বল ঢোকান আলবার্টো মোলেইরো। তার বাঁ পায়ের নিখুঁত শটে ১-০ গোলে ম্যাচে লিড নেয় লাস পালমাস। প্রথমার্ধে একাধিকবার চেষ্টা করলেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি রিয়াল। ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় লস ব্লাস্কসরা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমণ বাড়াতে থাকে রিয়াল। অবশেষে ৬৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের এর গোলে ১-১ সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। অবশেষে ১-১ ব্যবধানেই শেষ হয় নির্ধারিত সময়।
লা লিগা শুরুটা মোটেও ভালো হয়নি চ্যাম্পিয়ন রিয়ালের। ৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৫। বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
জপি/নি-৩০/প