ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট। এরই মধ্যে সেখানে নিহত হয়েছেন ২৯ জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০ হাজার মানুষকে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সহসাই এই বিপদ কাটছে না গুজরাটবাসীর। আগামী ৩০ আগস্ট পর্যন্ত গুজরাটে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)।
এনডিটিভি আরও জানায়, আজওয়া এবং প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে পানি ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে নিম্নধারার (ডাউনস্ট্রিম) এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের ১৪০টি জলাধার ও বাঁধ এবং ২৪টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃষ্টি-বন্যার কারণে এখন পর্যন্ত রাজ্যটিতে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।
বন্যা কবলিত স্থানে দেশটির সেনাবাহিনী, বিমানবাহিনী এবং কোস্টগার্ড উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছে।
জেপি/নি-২৯/এমএইচ