পশ্চিম আফ্রিকর দেশ নাইজেরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় ১৭০ জনের মৃত্যু হয়েছে। এত আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ। এছাড়া ভারী বৃষ্টি পাতের কারণে আরও ২ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত রয়েছেন। খবর: বার্তাসংস্থা আনাদোলু।

জানা গেছে, দুই সপ্তাহের বন্যার সময় নাইজেরিয়া জুড়ে বৃষ্টি-বন্য-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ১৭০ জন প্রাণ হারিয়েছে এবং ২হাজার মানুষ আহত।

এছাড়া বন্যায় ২ লাখ ৫ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।

চলমান এই বন্যায় দেশটির উত্তরাঞ্চলীয় আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

চলমান এই বন্যার ফলে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে করে দেশটিতে খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

জেপি/নি-২৮/প