সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের আনফ কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করে ভারত। অবশেষে তারা সাফল্য পায় ৭৫ মিনিটে। সমতা হয় দুই দলের। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগে উভয় দলই ব্যবধান বাড়াতে বেশি কয়েক বার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। অবশেষে ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়।

ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। রুদ্ধশ্বাস সে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে মারুফুল হকে দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপাল।

জেপি/নি-২৬/প