গুঞ্জন অবশেষে সত্যি হলো। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিসির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলা জানা গেছে।

বাংলাদেশের পাকিস্তান ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সেই সময়েই শুরু হয়ে গেছে বিসিবির জরুরি সভা। আর বৈঠকের কিছুক্ষণ পরেই এলো এমন খবর।

আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। ২০১২ সাণে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর থেকে এই আসনে বসেন তিনি। বুধবার বৈঠকের পর থেকেই কার্যকর হবে নাজমুল হাসান পাপনের পদত্যাগ।

জেপি/নি-২১/প