জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জহানিয়েছেন।
গত ১৬আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ।
তিনি জানান, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং নির্বাচন আয়োজন করার প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।
জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় জাতিসংঘ এবং অনুরোধ পেলে যেকোনো সমর্থন দিতেও প্রতিশ্রুতি বদ্ধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কাট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।
জেপি/নি-২০/প