গত মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এবারের মৌসুমে শুরুতেই ধাক্কা খেল তারকায় ঠাসা দলটি। মায়োর্কার কাছে কাছে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল।

ম্যাচে শুরু ১৩ মিনিটির মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গোল করতে তাকে সাহায্য করেন রদ্রিগো।

কিন্তু রিয়াল এগিয়ে গেলেও অজানা কারণে তারা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ বেশ ভালো ভাবেই কাজে লাগান মায়োর্কা। দলের দখলে এগিয়ে যায় তারা। তবে উপরে উঠে কীভাবে গোল দিতে হয় সেই কৌশল প্রথমদিকে ভালো ভাবে রপ্ত করতে পারেনি তারা। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে আর আটকে রাখা গেল না। ৫৩ মিনিটে রিয়াল গোলরক্ষক কর্তোয়াকে ফাঁকি দিয়ে মুরিকির হেডে ১-১ গোলে সমতায় আসে মায়োর্কা।

এরপর রিয়ালের হয়ে গোল করার বেশ কয়েক বার চেষ্টা চালান ফরাসি তারকা এমবাপ্পে। কিন্তু তাতে আর কাজ হয়নি। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করতে হয়েছে রিয়াল ডিফেন্ডার মেন্ডির। অবশেষে ১-১ গোলে ড্র করে মাঠ ত্যাগ করতে হয়েছে গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।

এই ম্যাচে মায়োর্কার সমর্থকদের উপহাসের শিকার হয়েছেন ভিনি। যখনই তার পায়ে বল লেগেছে তখনই বিদ্রুপ করেছে স্থানীয় মায়োর্কা সমর্থকরা।

জেপি/নি-১৯/প