অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবো। তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলবো না।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে, গত শুক্রবার (১৬ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাক্রম তো উন্নত করতে হবে, সময় বদলাচ্ছে। কিন্তু যেটা তৈরি করা হয়েছে, আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে সেটা বাস্তবায়ন খুবই কঠিন। এটা আমাদের দেশের জন্য যে সর্বক্ষেত্রে উপযোগী সেটাও মনে করছি না।

তিনি বলেন, আমরা ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে যারা নতুন শিক্ষাক্রমে ঢুকে গেছে তাদের অস্বস্তিতে ফেলবো না। শিক্ষার্থী ও শিক্ষকদের যাতে অস্বস্তিবোধ না হয়, ডিসকন্টিনিউয়িটি না হয়।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কীভাবে সংশোধন করা যাবে। আগের শিক্ষাক্রমে ফিরে তারপরে ট্রানজিশনটা কীভাবে পার করবো সেটা জটিল বিষয়। কিন্তু আমরা এমনভাবে ফিরে যাব না যাতে মিল না থাকে। নতুন করে শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে সময় লাগবে। যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব।

জেপি/নি-১৮/এমএইচ