ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার(১৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত ৭ অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ফিলিস্তিনের নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছেন আরো ৯২ হাজার ৪১০ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে প্রায় ১৭ হাজারই ফিলিস্তিনি শিশু।
জেনেভা ভিত্তিক ইউরো ভূমধ্যসাগরীয় মানবিক পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনের শিশুদের সংখ্যা ভয়ংকর এবং আধুনিক যুদ্ধের ইতিহাসে এই সংখ্যা নজিরবিহীন।
অবরুদ্ধ গাজার মসজিদ স্কুল হাসপাতাল এমন কোন স্থান বাকি নেই যেখানে হামলা চালানো হয়নি। সর্বত্রই চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ।
জেপি/নি-১৬/প