নোয়খালীর বেগমগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ প্রেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সোমবার (১৩ আগস্ট) রাত ৮টায় ওই কূপে আগুন জ্বালোনো হয়। গত ছয় মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় সাফল্য।

কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন কর্মকর্তারা। ৩ হাজার ১১৩ মিটার গভীর পর্যন্ত চারটি স্তরে খনন করা হয়েছে এই কূপটিতে।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল শুরু হওয়া খনন কাজটি ও ডিএসটি টেস্টে শেষে এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির চারটি স্তরে গ্যাসের অসিত্ব পাওয়া গেছে। উৎপাদন টেস্ট শেষে জানা যাবে এখানে মজুদ মোট গ্যাসের পরিমাণ। টেস্টিং কার্যক্রম শেষে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য প্রায় তিন কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। এরই মধ্যে পাইপলাইন স্থাপনের দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ শিগগিরই শুরু হবে।

জেপি/নি-১৩/প