পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই

নানা ফেরার দেশে চলে গেলেন ভারতের পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বাংলার ৩৪ বছরের বামফ্রন্টের শাসনের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৪৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

গত ২৯ জুলাই তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিনে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

জানা গেছে, বুদ্ধদেব নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস ও শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পরে তার। তবে ক্রমশ চিকিৎসায় তার উন্নতি হতে ১২ দিনের মাথায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর বাড়িতে নিয়েও অবশ্য কঠোর বিধি নিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে।

তবে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবন কলকাতার বালিগঞ্জের পাম অ্যাভিনিউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

জেপি/নি-৮/প