সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। এ অবস্থায় সাত দিনের মাথায় ফের ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১২টার পর টেলিযোগাযোগ সূত্রের তথ্য অনুযায়ী সরকারের পক্ষ থেকে সবগুলো ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে।
রাজধানীর শাহবাগ, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি জায়গায় ইতোমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মোবাইল অপারেটরদের সরকারি একটি সংস্থা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতের জেরে গত ১৯ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট ফেরে। আর ১০ দিন ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।
জেপি/নি-৪/প