ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েলি এ হামলায় আরও ৫০ জনের বেশি নিহত হয়েছেন। গতকাল  বিমান  হামলায় শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে নিহত হয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৪ জায়গায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৪১ জন নিহত এবং ১০৩ জন আহত হয়েছেন। এ নিয়ে দখলদার দেশটির নির্বিচার হামলায় অন্তত ৩৯ হাজার ২৫৮ জন নিহত এবং ৯০ হাজার ৫৮৯ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার

এর বাইরে কেন্দ্রীয় গাজার দেইর এল-বালাহে আহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া খাদিজা স্কুলে গতকাল শনিবার ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া খান ইউনিসে নিহত হয়েছেন ২৩ ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছেন এবং আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন  এদের মধ্যে বেশির ভাগই  নারীও শিশু। এছাড়া আহত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।

জেপি/নি-২৮/প