বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতি মাসেই নতুন নতুন সব ফিচার নিয়ে আসে অ্যাপটি। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট ছাড়াই ফাইল ট্রান্সফারের সুবিধা দিচ্ছে মেটার এই অ্যাপটি।
অ্যান্ড্রয়েড ও আওইএসের ক্ষেত্রে ফাইল শেয়ারিং পদ্ধতি হবে আলাদা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে থাকবে ‘নিয়ার বাই শেয়ারিং’ অপশন। আইফোন বা আওইএসে থাকবে এয়ার ড্রপের মতোই এর সাহায্যে বড় বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই।
তবে আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আলাদা নিয়ম চালু করছে। এক্ষেত্রে কিউআপ কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে দুই ধরন নিয়েই এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে এর ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কোনোভাবেই ব্যাহত হবে না। এখানেও আপনার ফাইল সম্পূর্ণ নিরাপদ থাকবে।
এরই মধ্যে অ্যান্ড্রয়েডের জন্য কাজ চলছে শিগগির হয়তো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। আইওএস ইউজারদের জন্যও শিগগির ফিচারটি আপডেট করা হবে।
জেপি/নি-২৭/প