দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করা হয়েছে। দেশটির আইন  প্রয়োগকারী কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দেয়। এরপরই অত্যন্ত গোপনীয়তায় সঙ্গে তাকে মস্কোর একটি আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়। তবে তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এসেছে তার জানা যায়নি।

রাশিয়ার এপ্রিল মাসে শুরু হওয়য়া দুর্নীতিবিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৭ম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ গ্রেফতার হলেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে এসব কর্মকর্তারা সামরিক বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত কমিটি বলেছে, বুলগাকভের চলমান তদন্তের অংশ  হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গগত, ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে তাকে বদলি করা হয়। এর আগ পর্যন্ত সামরিক সরবরাহের তদারকি করেছিলেন তিনি।

জেপি/নি-২৭/প